shafiq nohor

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মিনু সিরিজ কবিতা ।। শফিক নহোর





 #মিনুসিরিজ

চারিদিকে বসন্ত বুঝি শেষ!
কোথাও কোন আনন্দ নেই,
কারো সঙ্গে হাসছে না কেউ
সবার ভেতরে বিষাদ নদীর ঢেউ।
চারিদিক সর্বজনীন প্রণয়, মোহমায়া!
খেয়াঘাটের মাঝির মতোই তাকিয়ে থাকতে হয়
কেউ একজন আসছে !
আজকাল দেখছি মানুষ
একাকীত্ব, বিরহ, আর ব্যাংকলোনের হিসাব কষছে
গাছের পাতার মত সবুজ নয় জীবন।
ঘরের জানালা খুলে রাখলেও ভীষণ অন্ধকার
রমণীর দীঘলকালো কেশের মতো ঘর ভর্তি আঁধার
এই অন্ধকার ঢিঙিয়ে আলো আসবে একদিন
শেষ হবে কিস্তির ফয়সালা
নিজের চোখে দেখছি যা সবি কি মিছে?
কোথায় যেন হারিয়ে গেল-
সুখ,অনুভূতি আর নিজের চিরচেনা সেই মানুষ।
একটি মিনুসিরিজ কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন