নারীর
প্রেম জমে থাকে ঠোঁটে
ঈশ্বরের প্রেম জমা হয় কপালের ভাঁজে
ঘাসফড়িঙের
তলপেটে বিশ্বাসের দাগ
এখানে
মানুষ বিক্রি হয়
অথচ,
কৃষকের
সোনালী আঁশ অবহেলায় পড়ে থাকে
এখানে
বিশ্বাস বিক্রি হয় প্রেম বিক্রি
হয়-
বিক্রি
হয় মানুষ দেখানো সমাজ সেবা
আমরা
বিশ্বাস বিক্রি করে হাত তুলে নিষ্পাপ হয়ে উঠি
অথচ,
মানুষ ধর্মের ঊর্ধ্বে ।
এই
শহরে আজ গরু কাটার
উৎসব
অথচ
শহরে আজ সবচেয়ে বেশি
ডিম বিক্রি হল ।
চোখ
হলো নদী, হাত হলো নৌকার বৈঠা ।
কবিতার শেষ লাইন টা অনেক সুন্দর লাগছে
উত্তরমুছুনপ্রথম লাইনটি অসাধারণ সুন্দর ; এখন ঠিক আছে ;
উত্তরমুছুন