অনন্ত বেদনার অশ্রু জলে তোমার নাম লিখেছি, ক্ষয়ে যাওয়া পাঁজর জুড়ে তোমার স্মৃতির ঢালি সাজিয়ে নীরব অশ্রুজলে ভেসে উঠে সলিল সমাধি। অনুভূতিহীন এই আমি সাগর জলে স্নান করে দেখি ভোরের নতুন অংশুমালী! যা দেখেছি আসলে ভুল।
তলিয়ে যাওয়া এই নাবিকের হাত ইচ্ছে করেই তুমি ছেড়ে দিয়েছো। অভিমান নয় অভিযোগ নয় শুধু দূর থেকে তোমাকে দেখে যাওয়ার আকাঙ্ক্ষা। তোমার কাজল চোখে অশ্রু গড়িয়ে বেমানান হোক তা কখনো চাইনি । চেয়েছি কুয়াশা জড়ানো প্রভাতে তোমার আলিঙ্গন, কপালের ভাঁজে গুঁজে দিতে চেয়েছি কালো-টিপ যাতে করো দুষ্ট নজর না লাগে।
কীভাবে তোমাকে বলবো, ঠিক বুঝতে পারছি না।
অস্থির লাগছে মিনু,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন