shafiq nohor

বুধবার, ৩ জুলাই, ২০২৪

অন্য মানুষ শফিক নহোর

 এই গ্যাদা তোদের বাড়িতে আগুন আছে ?

একটু আগুন দে।

আগুন না থাকলে বিষদে

নেই, কাকা কিছুই নেই।

কবে শুনবি, দেশ নেই, মানুষ নেই, শহরে মশা নেই।

নদীর জল নেই, কৃষকের আনন্দ নেই

আয় আমরা সবাই দল বেঁধে মরে যাই।


মরে যাবার আনন্দে আমরা আবার বেঁচে থাকবো

মানুষ এখন ইচ্ছে করলেই আর মরতে পারে না।

মরে যাওয়া একটা নেশা 

দেখছিস না সবাই মরে যাচ্ছে; অসুখে, হিংসায়।


অন্যমানুষ- শফিক নহোর 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন