একাকিত্বের স্বর্গে তুমি আজ অশ্রু জলে ভাসো,
নিভৃত আঁধারে স্মৃতিরা চুপিসারে ফিরে আসে।
নিখাদ ভালোবাসাটুকু, আমি তোমাকে দিয়েছিলাম,
অথচ তুমি অবহেলার ছলে প্রত্যাখ্যান করেছিলে সেদিন অবলীলায়।
তবু মনে রেখো, এক হৃদয় ছিলো, তোমার জন্য উদার।
তোমার মতো করে, তুমি যেমন চেয়েছিলে,
তেমনই এক অনুভবে কেউজন ভালোবেসে ছিলো তোমায়।
ভালোবাসা কখনো হারায় না,
তুমি ভুললেও সে রয়ে যায় হৃদয়ের গহীনে ।
অশ্রু ঝরে, তবু মন বলে—
ভালোবাসা চিরকালই পবিত্র, অবহেলা তাকে ছুঁতে পারে না কখনো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন