তুমি অনুভূতি দ্বিপ্রহর
মুছে যাওয়া ভোরের শিশির
জোনাকির নিয়ন আলো
কবিতার ছন্দ মাত্রা অক্ষর
তুমি তারার শহরে নীল প্রজাপতি
ভেঙে যাওয়া নূপুরের উত্তাল ঢেউ
তুমি অনুভূতির স্নিগ্ধ সুভাস
কাশফুলের নরম ছোঁয়া হৃদয়
মেঘেদের শহরে বৃষ্টির লুকোচুরি
আড়ালে দাঁড়িয়ে দেখে যাও
পাখিদের ঘরে ফেরা সুখ
তুমি মুছে যাওয়া তারাদের একজন ।।
©
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন