shafiq nohor

সোমবার, ৭ নভেম্বর, ২০২২

একটি মিনুসিরিজ কবিতা- শফিক নহোর


শফিক নহোর

 বেদনার চাঁদর গায়ে দিয়ে ঝিনুকের বুকের ভেতর নির্ঘুম রাত জেগে থাকি

তোমার নামে প্রণয় তেলওয়াত শুরু করি রোজ,
দুঃখ আঁধার কালো হয়ে নেমে আসে চোখে
সমুদ্রের জলে ভেসে উঠে মিনুকাব্য
একটি নক্ষত্রের বুকের ভেতর নীল পাথরের দাগ
দিলরুবার অলিক হাতে মুছে যায় ক্ষত!
© একটি মিনুসিরিজ কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন