shafiq nohor

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

আবার দেখা হলে ।। শফিক নহোর

 

                                                             


আবার দেখা হলে ।। শফিক নহোর

আবার দেখা হলে দাঁড়িয়ে দেখব 

তোমার চোখ,চিবুক,লজ্জমাখা মুখ

চোখের কাজল, হাতের রেশমি চুড়ি,

ওড়নার ঢেউ, চোখের জল মুছার দাগ।


আবার দেখা হলে কোন কথা বলব না

বলব না সরে বসতে অথবা খুব কাছে 

তোমার গায়ের ঘ্রাণ নেব, নখের ভেতর

ডুবিয়ে রাখা জলের দাগ খোঁজব।


আবার দেখা হলে সামনাসামনি 

একটি চাঁদনি রাত চেয়ে নেবো 

চেয়ে নেবো জোনাকি আলো 

চেয়ে নেবো বৃষ্টিভেজার অনুভূতি 


আবার দেখা হলে চেয়ে নেবো

বেদনা ভুলার মন্ত্র,

চেয়ে নেবো ভুলে থাকার মায়াবিদ্যা

চেয়ে নেবো,দূরে থেকে কাছে থাকার যাদু ।


প্রচ্ছদ: অনুপ রায়

২টি মন্তব্য: