সমুদ্রের বুক থেকে হাত ভরে জল নিলে
বাতাসে হাওয়া হয়ে উড়ে যায়
রিসালাতের মতো তুমি দাঁড়াও
বুকের সদর দরজা খুলে !
হাওয়া ভর্তি জামা পরে যাওয়া হয়নি হাটে
অথচ এখন সবকিছুই অনলাইনে কিনতে পাওয়া যায়।
প্রেমিকার বক্ষবন্ধনীর মতো ঝুলে থাকে আমার ঋণ
হাতের কাছে একটি গোলাপ অশ্রু মুছে দাঁড়িয়ে থাকে
তার ঘ্রাণে নতুন করে জেগে উঠে সালতামামি!