ধানক্ষেতের মত বাড়ছে আমাদের পানির প্রয়োজন
প্রেমবৃক্ষ ফলধরে পড়ে যায় যে জমিনে-
আকাশ বিবাগী চেয়ে দেখে অপলক পরাজয়
কেউ একজন পাশে অনুভবে, আসলে সে দাঁড়িয়ে অস্ত্র হাতে।
এই যে ভয় মৃত্যুকে তাড়িয়ে দেয় অথচ
তার চিন্তায় পরে থাকে ধানগাছের নিচে যে শামুক
তার কথা কেউ বলেনি কখনো ।
কৃষকের হাসি অথবা দুঃখ বধূর অর্ধেক জল চোখে
বৃষ্টিজল,নদী ভাঙন তার চেয়ে বেশি ভেঙে গেছে সংসার!
রাজনীতি, নেতা আর চামচা মিলে জমে উঠেছে মধু আসর
বেজি ধরা সাপ মন্ত্র পড়ে নেমেছে যে মাঠে
ঠ্যাং ফসকে পরে গেল খালে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন