উপেক্ষিত নারীর শরীরে আগুন জ্বালিয়ে
জলপট্টি দেয় যে মহাজন তাকে দেখেছি, দূরের শহরে,কাক- কোকিলের কি বন্ধুত্ব
বেহিসাবি প্রেম, প্রেমিক খুঁজে দেখ কেউ নেই
পুরুষ হতে চাইলে প্রেমিক হতে পারলে না
অথচ আমার সবকিছুই তোমার নামে উৎসর্গ ।