shafiq nohor

রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ব্যক্তিগত মতামত।।শফিক নহোর

 মানুষ শিক্ষিত হচ্ছে, মন্দির,মসজিদ,মাজার,প্যাগোডা বাড়ছে ।

অথচ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বাড়ছে না। ভেতরে ভেতরে বিস্তর ফারাক। ক্রমশ দূরত্ব বাড়ছে একশ্রেণীর শিক্ষিত লোকের। তাদের কোন আত্মীয়-স্বজনই নেই, বর্তমান সময়ে বিশেষ ঈদ পূজা ছাড়া । তারা সাধারণত গ্রামে যান না গ্রামের আত্মীয়তার সম্পর্কের খোঁজ খবর রাখেন না। 

এই যে এতো শিক্ষিত মানুষ, ধর্মীয় নেতা, দলদাস, দলকানা মানুষ তো আছেই কিন্তু তাদের দিয়ে সমাজের কি উপকার হয়েছে? সমাজতান্ত্রিক অর্থনীতি ছাড়া এই পথ থেকে কি আমাদের ফিরে আসা সম্ভব?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন