shafiq nohor

শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মিনুসিরিজ ১২৮

 


দুঃখ নদীর পানির মতো 

এপাশে ছুঁয়ে দিলে ওপাশে ছোঁয়া যায়

জলের এপিঠ ওপিঠ নেই, নেই কোন রঙ 

অথচ দেখ, জলের কোন ভেদাভেদ নেই।

মিনুর ছবির সামনে দাঁড়িয়ে বোবা হয়ে যাই

কত কথা বলার ছিল,

অথচ তাকে দেখেই ভুলে যাই সমস্ত গল্প ।


তার ছবি অভিমানে মুখ ফিরিয়ে নেয়

বিড়বিড় করে বলে উঠে; 

এই শোনো 

দাঁড়িয়ে যাই,

চোখ ভিজে উঠে ঝাপসা দেখি সে ছবি।

বিশ্বাস করবে না জানি, তাই বলা হলো না।

তোমার আহ্লাদি ছবি কত আবদার করে,

ঠোঁট ছুঁয়ে দিতেই তুমি ঘাসফড়িঙ হয়ে যাও 

কুয়াশার আড়ালে লুকিয়ে থাকো ফুলের কুঁড়ি হয়ে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন