নদীতে জোয়ার এলে
কিছু পোয়াতি মাছ কূল ঘেঁসে হাঁটে
ঘোলাজলে বাঁশপাতা নড়েচড়ে ওঠে
বশসির ছিঁপে ঠোঁটকাটা বাঁশপাতারী মাছ
তীব্র গতিতে অভিযোগ তুলে বলল,
মধ্যবয়সি সতিনকাঁটা মাছ প্রেমের সম্পর্কে অটল
হাসপাতাল,মিডিয়া পাড়া তাদের গল্পগুজব
রাজনৈতিক রাঘববোয়াল বেশ্যাদের ভালোবন্ধু
দু'জনেরই নতুন নাঙের শখ।
উলঙ্গ ভদ্র,শিক্ষিত সুশীল সমাজ
লাল আলু,মূলার জুস হরেকরকম শরবত
লালসবুজ পতাকার শরীর ছিঁড়ে খাচ্ছে রাক্ষস
সাধারণ মানুষ দরুদ পাঠে মগ্ন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন