shafiq nohor

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

দিলরুবা ।। শফিক নহোর



দিলরুবা ছন্দের গতিতে ঠোঁটের লিপস্টিক 

ঠোঁটে জড়িয়ে দিয়ে প্রজাপতি হলো 

কানামাছি খেলায় তাকে যতবার ছুঁয়েছি

চোখ খুলে দেখি অন্য মানুষ!

আঁধারে ডুবে যায় চাঁদ,জেগে ওঠে দিলরুবা

তাকে রোজ মনে করি তজবির মতো ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন